DMCA.com Protection Status
title=""

ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের শোক

ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ ভারতের বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ শোক জানান।

পোস্টে তিনি লেখেন, ভারত থেকে বিভিন্ন দেশের ২৪২ জন যাত্রী নিয়ে লন্ডনগামী একটি বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হওয়ার ঘটনা হৃদয়বিদারক। 

তিনি আরও বলেন, যারা প্রিয়জন হারিয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আমরা সবাই তাদের এই দুঃসময়ে পাশে দাঁড়াই এবং অন্তরের অন্তঃস্থল থেকে প্রার্থনা করি। 

উল্লেখ্য, আজ গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে উড্ডয়নের কিছু সময় পরই বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী একটি বিমান। প্রাথমিকভাবে জানা গেছে, এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ওই বিমানে অন্তত ২৪২ যাত্রী ছিলেন। এদের মধ্যে ১৬৯ ভারতের, ৫৩ জন যুক্তরাজ্যের, সাতজন পর্তুগালের এবং একজন কানাডার নাগরিক ছিল। 

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি ও এপি জানিয়েছে, একজন ছাড়া বিমানের বাকি সব যাত্রী প্রাণ হারিয়েছেন। 

Share this post

scroll to top
error: Content is protected !!