DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ সেনাবাহিনীর কর্মজীবনে সাবেক কয়েকজন সহকর্মী ক্রিকেটার সাকিব আল হাসানকে বাসায় নিয়ে এসেছিলেন বলে দাবি করেছেন বিএনপি'র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দীন আহমেদ বীর বিক্রম। নির্বাচনের অন্তত চার-পাঁচ মাস আগে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) দুই কর্মকর্তা সাকিব আল হাসানকে রাজনীতিতে যোগ দেওয়ানোর উদ্দেশ্যে সেদিন তার বাসায় এসেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (১৯ মার্চ) রাজধানীর বনানীতে নিজের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সম্প্রতি দৈনিক সমকালে হাফিজ উদ্দীন ও সাকিব আল হাসানকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনকে ‘কাল্পনিক ও কাহিনি’ বলে দাবি করেন হাফিজ উদ্দীন।

তিনি বলেন, ‘সাকিব আল হাসান বিশ্বসেরা খেলোয়াড়। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা তাকে আমার বাসায় নিয়ে আসেন। তিনি (সাকিব) রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা পোষণ করেন। আমি বলেছি, রাজনীতি করাটা তোমার ব্যক্তিগত বিষয়। তবে তুমি এখনও খেলাধুলা করছো। উৎসাহ না পেয়ে সে চলে যায়….।’

বিএনএম গঠনের সময় নিজের ওপর ‘সরকারি চাপ’ প্রসঙ্গে হাফিজ বলেন, ‘ক্ষমতাসীনদের চাপ বাড়তে লাগলো। সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ঘোষণাই দিয়ে দিলেন, হাফিজ উদ্দীন নতুন দল গঠন করবেন। আমি বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা করেছি। এরপর নির্বাচনের দুই মাস আগে সংবাদ সম্মেলন করে বলেছি, বিএনএম বা অন্য দলে যোগ দেওয়ার সম্ভাবনা নাই। শেষ পর্যন্ত এই দলেই থাকবো। বর্তমানে আমি অবসরের চিন্তা করছি। শারীরিকভাবে অসুস্থ।’

নিজেকে ‘ওপেন বুক’ উল্লেখ করে হাফিজ বলেন, ‘আমার সবকিছু ওপেন। আমি তো গোপনে কিছু করিনি। আমি স্বাধীন দেশের নাগরিক।’

মঙ্গলবার সোয়া ১২টার সময় হাফিজ উদ্দীনের সংবাদ সম্মেলন চলছিল। তিনি বলেন, ‘আমার কিংস পার্টি করার দরকার নাই। এতদিন পর দুটি পত্রিকা সেলিব্রেটি সাকিবকে জড়িয়ে যে মিথ্যা কথা রচনা করেছে, তাতে আমি মর্মাহত হয়েছি।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাফিজ উদ্দীন বলেন, ‘বিএনএমের সাধারণ সম্পাদক তাকে (সাকিব আল হাসান) নিয়ে এসেছিলেন। জনগণের সঙ্গে কোনও সম্পর্ক নাই তাদের। তারাই সরকারের আনুকূল্যে দল করেছে। চার-পাঁচ জন লোক। ওইটা বিএনএমের ফরম ছিল সম্ভবত।’ এই চার-পাঁচ জন পূর্ব পরিচিত বলেও জানান তিনি।

‘সাকিবকে সেদিনই অনুৎসাহিত করেছি। আমিও তাকে বলেছি। আমি তো পরের দিনই প্রতিবাদ করেছি যে বিএনএমে যোগ দেবো না’, বলেন আরেক প্রশ্নের উত্তরে হাফিজ উদ্দীন।

তিনি বলেন, ‘দল (বিএনপি) সম্পর্কে কখনোই অসৌজন্য বক্তব্য দিইনি আমি।’

বিএনপি নেতা হাফিজ বলেন, ‘বিএনএম গঠনের সময় বিএনপির বেশ কয়েকজন সংসদ সদস্য আমাকে বলেছিল—তারা বিএনএমে যাবে কিনা। আমি তাদেরও নিরুৎসাহিত করেছি।’

Share this post

scroll to top
error: Content is protected !!