ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ রাজধানীর গুলশানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার বিকালে বিএনপি মহাসচিব শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে যান বলে জানান দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, ‘কারাবন্দী অবস্থায় মহাসচিব অসুস্থ ছিলেন। তার ওজন প্রায় ছয় কেজি কমে গেছে এবং বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছিল। আজ বিকেলে উনি স্পেশালাইজড হাসপাতালে গিয়েছিলেন। সেখানে গ্যাসস্ট্রোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শামসুল আরেফিন উনাকে দেখেছেন, প্রয়োজনীয় চিকিৎসাপত্র দিয়েছেন।’
তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, এখন তার শারীরিক অবস্থা ভালো। বাসা থেকে চিকিৎসা চলছে। আগামী বৃহস্পতিবার একটি পরীক্ষার জন্য ওই হাসপাতালে তাকে আবার যেতে হবে।’
এর আগে, গত বৃহস্পতিবার ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
গত ২৮ অক্টোবর গুলশানের বাসা থেকে মির্জা ফখরুল এবং ২ নভেম্বর আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গুলশানের একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গিয়ে পরবর্তিতে তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখায়।

