DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

‘যে দোষ করি নাই সেই দোষে শাস্তি পেলাম’: মুহাম্মদ ইউনূস

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ঢাকার শ্রম আদালতে ৬ মাসের দণ্ড পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেন, যে দোষ করি নাই, সেই দোষে শাস্তি পেলাম। এটাকে যদি ন্যায়বিচার বলতে চান, বলেন। এটা আপনার ইচ্ছা।

মুহাম্মদ ইউনূস বলেন, ২০২৪ সালের প্রথম দিনে আমরা আদালতে রায় শোনার জন্য এসেছিলাম। কিন্তু এসে মনটা ভরে গেল। আমার অনেক বন্ধু-বান্ধব পেয়ে গেলাম।

যাদের সঙ্গে আমার বহুদিন দেখা হয় নাই। তারা আজকে এসেছেন। এই আনন্দের দিনে যে কী রায় হয়েছে এবং কী অবস্থা দাঁড়ায়, এটা দেখার জন্য। আমি খুব খুশি তাদের দেখে।

বহুদিন পরে তারা বিভিন্ন দেশ থেকে এসেছেন। একসঙ্গে একত্রিত হওয়ার সুযোগ পেলাম আমরা।
তিনি বলেন, আমরা রায়ের জন্য অপেক্ষা করলাম, বন্ধু-বান্ধব মিলে সবাই একত্রে ছিলাম। যে রায় পেলাম, যে দোষ আমি করি নাই, সেই দোষের উপর শাস্তি দিলো। এটা আমাদের কপালে ছিল। জাতির কপালে ছিল। আমরা সেটা গ্রহণ করলাম।

ড. ইউনূস বলেন, এই দোষ আদালত থেকে শেষ পর্যন্ত কীভাবে বিচার পাবো, আমাদের আইনজ্ঞ এখানে আছেন। তবে এই আনন্দের দিনে আমাদের মনে প্রশ্নটা রয়ে গেল যে, আমরা এই আঘাতটা পেলাম।

Share this post

scroll to top
error: Content is protected !!