DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

পশ্চিমা দেশগুলো যত অস্ত্র পাঠাবে, রুশ অভিযানের পরিধি ততই বাড়বেঃসের্গেই লাভরভ

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আজ বুধবার বলেছেন, রাশিয়ার কথিত বিশেষ সামরিক অভিযান এখন শুধুমাত্র আর দোনবাসেই সীমিত নেই।

রুশ সেনারা দোনবাসের বাইরের খেরসন এবং জাপোরিঝজিয়ায় তাদের বিশেষ সামরিক অভিযান পরিচালনা করছে।

তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে যত বেশি দূরপাল্লার রকেট লঞ্চার দেবে রাশিয়ার অভিযানের ‘ভৌগলিক লক্ষ্যের’ পরিধি তত বাড়বে।  

লাভরভ বলেছেন, আমরা ইউক্রেনের কোনো অঞ্চলে এমন অস্ত্র থাকতে দিতে পারব না যেগুলো রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি হবে। 

সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, লাভরভ বলেছেন, দোনবাসের বাইরে এখন রুশ সেনারা নজর দিচ্ছে খেরসন, জাপোরিঝজিয়া এবং অন্যন্য অঞ্চলে। 

এদিকে রাশিয়া শুধুমাত্র দোনবাসে বিশেষ সামরিক অভিযান পরিচালনার কথা বললেও, তারা কথিত এ অভিযানের শুরুতে ইউক্রেনের দক্ষিণ দিকের কৃষ্ণ সাগরীয় অঞ্চল খেরসন, মেলিতোপোল দখল করে। এরপর ব্যাপক হামলা চালিয়ে দখল করে মারিউপোল। 

বর্তমানে এসব দখলকৃত অঞ্চল রাশিয়ার অধিভুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে রাশিয়া। 

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, দখলকৃত অঞ্চলে ‘ভুয়া’ গণভোট আয়োজন করে অঞ্চলগুলো রাশিয়ার সঙ্গে যুক্ত করা হবে। 

Share this post

scroll to top
error: Content is protected !!