DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

বিরোধী দল দমনে অপকৌশলঃলক্ষাধিক মামলায় আসামি বিএনপি’র ৩৬ লাখ নেতাকর্মী

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ আগামী  জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরব হচ্ছে রাজনীতি। নিজেদের অবস্থান জানান দিতে তৎপর হচ্ছে অনেক দল। রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন ইস্যুতে। সামনে সমমনা দলগুলোকে নিয়ে কঠোর আন্দোলনের কথা ভাবছে দলটি। এমন অবস্থায় নেতাকর্মীদের দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে রাজনৈতিক মামলা। বিগত আন্দোলনের সময়ে দায়ের করা প্রায় লক্ষাধিক মামলায় দলটির অন্তত ৩৬ লাখ নেতাকর্মী আসামি। তাদের কেউ কেউ ফেরারি জীবনযাপন করছেন। অনেকে আছেন জামিনে। এমন অবস্থার মধ্যেই সামনে জোরালো আন্দোলনের চিন্তা করছে দলটি। 

দলটির শীর্ষ নেতা থেকে তৃণমূলের অধিকাংশ নেতার নামে রয়েছে মামলা। কেন্দ্রীয় নেতাদের প্রায় সবাই কারাগার ফেরত।

 

অধিকাংশ মামলার অভিযোগপত্র দাখিল হয়েছে আদালতে। চলছে বিচারকাজ। উচ্চ আদালতের আদেশে আটকে আছে অনেক মামলার বিচারকাজ। এসব মামলায় নিম্ন আদালতে নিয়মিত হাজিরা দিচ্ছেন হাজার হাজার নেতাকর্মী। হাজিরা না দেয়ায় জামিন বাতিল হচ্ছে অনেকের। সব মামলাতেই আসামি রয়েছেন শত শত। এদিকে, দলীয় প্রধান বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির অভিযোগে সারা দেশে বিক্ষোভ সমাবেশে করছে বিএনপি। সারা দেশে অনুষ্ঠিত প্রায় কর্মসূচিতেই হামলার অভিযোগ করেছে দলটি। এর মধ্যে বেশ কয়েকটি স্থানে হামলার ঘটনাও ঘটেছে।

গত বৃহস্পতিবার খুলনা মহানগর বিএনপি’র এক সমাবেশে সরকারদলীয় নেতাকর্মীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ ও ভাঙচুর হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি’র ৯২ জনের নাম উল্লেখসহ ৮৯২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। এ ছাড়া সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ-ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে দুই শতাধিক বিএনপি, যুবদল, ছাত্রদল ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। যদিও বিএনপি’র নেতারা বলছেন, এসব মামলা সত্ত্বেও তারা আন্দোলনে পিছপা হবেন না। আগামীর আন্দোলনের জন্য দলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।
দলীয় সূত্র জানিয়েছে, ২০০৯ থেকে চলতি বছরের ১৭ই মে পর্যন্ত প্রায় ৩৬ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে এক লাখ ৬০৯টি মামলা হয়েছে। এ সময়ে অন্তত এক হাজার ৫২৯ জনকে হত্যা এবং কমপক্ষে এক হাজার ২০৪ জনকে গুম করা হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা ১১ হাজার ৩২৬ জনকে গুরুতর জখম ও আহত করা হয়েছে। নেতাকর্মীদের আইনি সহায়তা দিতে কাজ করছেন দলীয় অনেক আইনজীবী। 

বিএনপির অভিযোগ, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ পুরোদমে মাঠে নিজেদের কার্যক্রম চালাচ্ছে। অন্য দিকে বিএনপি নেতাদের যেকোনো কর্মসূচিতে বাধা দেয়া হচ্ছে। হামলা চালানো হচ্ছে। দলীয় নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় দ্রুত চার্জশিট দেয়া হচ্ছে। জামিনের মেয়াদ বাড়ানোসহ এসব মামলায় নিয়মিত আদালতেই থাকতে হচ্ছে তাদের। যাদের বিরুদ্ধে মামলা নেই তারাও ভয়ে আছেন। কারণ বেশির ভাগ মামলায় বিপুলসংখ্যক অজ্ঞাতনামা আসামি রয়েছে। যাদের বিরুদ্ধে মামলা নেই তাদের এসব অজ্ঞাতনামার অজুহাতে গ্রেপ্তার করা হচ্ছে। গ্রেপ্তার এড়াতে বর্তমানে অনেক নেতাই বাড়িছাড়া।


সূত্র মতে, বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে ৩৭টি। এরমধ্যে দুটি মামলায় তার সাজা হয়েছে। উচ্চ আদালতে ১৬টি মামলার কার্যক্রম স্থগিত রয়েছে। তার বিরুদ্ধে মূলত মামলা হয়েছে দুর্নীতি, মানহানি, রাষ্ট্রদ্রোহসহ হত্যা, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নানা অভিযোগে মামলা হয়েছে ৬৭টি। তিনি বর্তমানে লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মামলা হয়েছে ৮৬টি। এরমধ্যে ৩৫টি মামলার কার্যক্রম স্থগিত রয়েছে উচ্চ আদালতে। বাকিগুলো চলমান। এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে রয়েছে ১১টি মামলা। ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের বিরুদ্ধে ৪টি, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে ৬টি, মির্জা আব্বাসের বিরুদ্ধে ৫৪টি। গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে ৫৯টি। নজরুল ইসলাম খানের বিরুদ্ধে ৩টি, আমীর খসরু মাহমুদ চৌধুরীর ১৩টি। সেলিমা রহমানের ৬টি, ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে ৯টি এবং ভারতের শিলংয়ে অবস্থানরত সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে। বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা হয়েছে দেড় শতাধিক। সবচাইতে বেশি মামলা হয়েছে দলটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের বিরুদ্ধে ২৫৭টি। বিএনপি’র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিনের বিরুদ্ধে ৪টি, ব্যারিস্টার শাহজাহান ওমরের বিরুদ্ধে ৪টি, আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে ৬টি, আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে ৪টি, বরকত উল্লাহ বুলুর ২৭টি, আবদুল আউয়াল মিন্টুর ৬টি এবং মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধে ২৮টি মামলা রয়েছে। উল্লেখযোগ্য নেতাদের মধ্যে ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বিরুদ্ধে ২৪টি, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের ১২৩টি, আব্দুস সালামের ৩৭টি, মিজানুর রহমান মিনুর ৩৭টি, জয়নাল আবেদিন ফারুকের ২৩টি, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের বিরুদ্ধে ১৩টি, মজিবুর রহমান সারোয়ারের ৫৭টি, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের ১৩৪টি ও খায়রুল কবির খোকনের বিরুদ্ধে ৫৭টি মামলা রয়েছে। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ১০৭টি, আসাদুল হাবিব দুলুর ৫৭টি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফের ৪৭টি, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরবের ৮৬, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর ১৫৩, যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের দেড় শতাধিক, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েলের ৫৩টি এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব সাবেক ফুটবলার আমিনুল হকের বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে।

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সামনে আমদের আন্দোলন সংগ্রাম রয়েছে। এ অবস্থায় দলের লাখ লাখ নেতাকর্মীর নামে মামলা। নতুন করে আবারো মামলা হচ্ছে সারা দেশে। এটা দলের জন্য কিছুটা হলেও চাপ। যেকোনো দেশের স্বৈরাচার সরকার বিরোধী দলকে দাবিয়ে রাখার জন্য মামলা হামলার কৌশল গ্রহণ করে। তবে আমরা এই চাপকে মোকাবিলা করেই এ পর্যন্ত অগ্রসর হয়েছি এবং সামনে অগ্রসর হবো। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আইনগতভাবে এই মামলাগুলো মোকাবিলা করছি। আমাদের মতো সিনিয়র লোকদেরও মাসে বেশ কয়েকবার কোর্টে যেতে হয় হাজিরা দিতে। 

দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমাদেরকে তো সরকার সব সময় চাপে রাখার চেষ্টা করছে এবং করবে। তারা এসব মামলা দিয়ে আমাদের ব্ল্যাকমেইলিং করবে। আমাদের নেতাকর্মীদের এখন তো তেমন কোনো চয়েজ নেই। হয় আন্দোলন, না হয় আদালতের বারান্দায় গিয়ে পচা। আমি মনে করি- বিএনপি’র কর্মীরা তাদের জীবন বাজি রেখে আন্দোলন করবে- এই বানোয়াট মামলার প্রতি উত্তরের জন্য।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের প্রধান উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন মানবজমিনক বলেন, কোনো ঘটনা ঘটলে সেখানে যদি আইনশৃঙ্খলার কোনো অবনতি ঘটে এবং কেউ যদি দুর্বৃত্তায়ন করে, ভাঙচুর করে, আগুন সন্ত্রাস করে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে মামলা হবে। যারা রাজনীতির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, জন শৃঙ্খলা বিনষ্ট করবে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

Share this post

scroll to top
error: Content is protected !!