উত্তরা গ্রুপের ডিএমডি জনাব ডুরান্ড মেহদাদুর রহমান আর নেই।

দৈনিক প্রথম বাংলাদেশ প্রতিবেদনঃ  দেশের অন্যতম প্রধান ব্যবসায় গোষ্টি  উত্তরা গ্রুপ অব কোম্পানিজের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি)জনাব ডুরান্ড মেহদাদুর রহমান (৫১) গতকাল শনিবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না  ইলাইহে রাজিউন)।

তার অকাল মৃত্যুতে দেশ একজন কর্মতৎপর শিল্পোদ্যোক্তাকে হারাল। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

 বাংলাদেশের প্রখ্যাত শিল্পোদ্যোক্তা উত্তরা গ্রুপ অব কোম্পানীজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম মুখলেসুর রহমানের একমাত্র পূত্র ডুরান্ড মেহদাদুর রহমান জাপানে উচ্চ শিক্ষা সম্পন্ন করে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে যোগ দেন। তার মতো  অমায়িক, হৃদয়বান এবং ভালোমনের মানুষকে হারিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান সহ সকলেই আজ শোকে মুহ্যমান।

তার অকাল মৃত্যুতে  দেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রী নিঃসন্দেহে একজন অসাধারন উদ্দ্যোক্তাকে হারালো।

উল্লেখ্য, বহুল প্রচারিত দৈনিক প্রথম বাংলাদেশ ডট নেট পত্রিকার সম্পাদক ক্যাপ্টেন(অবঃ)মারুফুর রহমান রাজু সদ্য প্রয়াত ডুরান্ড মেহদাদুর রহমানের চাচাতো ভাই। তিনি সকলের কাছে তার ভাইয়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন।

Share this post

scroll to top