DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

নৌবাহিনীর অফিসার মারধোরের মামলায় ইরফান সেলিম মুক্তঃফুলের মালা দিয়ে বরণ

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  গত বছর ধানমন্ডিতে নৌবাহিনী কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিমকে স্বস্ত্রীক মারধরের ঘটনায় করা মামলায় স্থায়ী জামিন পেয়ে কারাগার থেকে ছাড়া পেয়েছেন মিডনাইট সাংসদ হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম। 

বুধবার বিকালের দিকে তিনি কেরাণীগঞ্জ কারাগার থেকে বের হন। এ সময় তার গলায় পরিয়ে দেওয়া হয় ফুলের মালা।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাড়ে ৫টায় জামিনের কাগজপত্র দেখিয়ে তিনি কারামুক্ত হয়েছেন।

নৌবাহিনীর কর্মকর্তাকে বেদম মারধরের মামলায় হাইকোর্ট বিভাগের জামিন আপিল বিভাগে বহাল রাখা হয়।ফলে ইরফান সেলিমের কারামুক্তিতে আর কোনো বাধা ছিল না। 

ইরফান সেলিমের বিরুদ্ধে করা মোট ৫টি মামলার মধ্য চকবাজার থানায় করা মাদক ও একটি অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাকে অব্যাহতি দেন।

বাসায় মাদক রাখার দায়ে একটি মামলায় এক বছর ও অবৈধ ওয়াকিটকি রাখার দায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত। তবে এই দুই মামলায় তিনি নির্বাহী আদালতে আপিল করলে জামিন পান। 

গত ২৫ অক্টোবর নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খান মোটরসাইকেলে করে নিউ মার্কেট থেকে বাসার দিকে যাচ্ছিলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইরফান সেলিমের গাড়িটি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এরপর তিনি মোটরসাইকেল নিয়ে ওই গাড়ির সামনে দাঁড়ান এবং নিজের পরিচয় দেন। তখন ইরফানের সঙ্গে থাকা অন্যরা গাড়ি থেকে বের হয়ে তাকে কিল-ঘুষি মারেন এবং মেরে ফেলার হুমকি দেন। এ সময় তার স্ত্রীকেও গালাগাল ও মারধোর করা হয়।

এ ঘটনায় ২৬ অক্টোবর সকালে ইরফান সেলিম, তার দেহরক্ষী মো. জাহিদুল মোল্লা, এ বি সিদ্দিক দিপু ও গাড়িচালক মিজানুর রহমান এবং অজ্ঞাতনামা দুই-তিনজনকে আসামি করে ওয়াসিফ আহমদ খান ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেন।

Share this post

scroll to top
error: Content is protected !!