DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

বঙ্গবন্ধুর ভাস্কর্য সামলাতে শেখ হাসিনার সাহাবীরাই যথেষ্ট: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দিবে, বাংলাদেশে এমন কারো এখনও জন্ম হয়নি। প্রতিটা গ্রামে ছাত্রলীগ-যুবলীগই যথেষ্ট। প্রধানমন্ত্রীকে লাগবে না, উনার মাথা ফাঁকা রাখি। উনি দেশের উন্নয়নে কাজ করুক। দল আমরা চালাবো। আমরা যারা তার সাহাবা, বঙ্গবন্ধুর ভাস্কর্য সামলাতে তারাই যথেষ্ট।  

শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত মুজিব বর্ষ-২০২০ ও চলমান রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে  একথা বলেন অবৈধ হাসিনা সরকারের খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

 তিনি বলেন, বঙ্গবন্ধু মরে নাই। বঙ্গবন্ধুর আদর্শ বেঁচে আছে। তার আদর্শ ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়েই বেঁচে আছি। বঙ্গবন্ধুর ভাস্কর্য যতো তৈরি হচ্ছে, আরেকদিকে পদ্মাসেতুর মতো উন্নয়ন, এজন্য স্বাধীনতা বিরোধীরা আতঙ্কিত। কেন বিষোদগার তাদের। এদের প্রতিহত করতে হবে।  ‘মহানবী বলেছেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না। মদীনা সনদে কোথাও সন্ত্রাসের কথা নেই।  মহানবীর তরিকা বাদ দিয়ে মওদুদীবাদী তরিকা গ্রহণ করেছে, তারাই ভাস্কর্য বিরোধী’।

সাধন চন্দ্র মজুমদার বলেন, পৃথিবীর সব মুসলিম দেশে ভাস্কর্য রয়েছে। মিশর, ইরান, আলজেরিয়া, পাকিস্তান, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, ইন্দোনেশিয়া, তিউনিসিয়াসহ বহু দেশের মসজিদের সামনে ভাস্কর্য রয়েছে। সুতরাং বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কেন এদের গা জ্বলে।  

বঙ্গবন্ধু একাডেমির উপদেষ্টা চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে দেন নূরুল আমিন রুহুল এমপি।  

Share this post

scroll to top
error: Content is protected !!