DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

শেখ মুজিব হত্যাকান্ডে মৃত্যুদন্ড প্রাপ্ত ক্যাপ্টেন মাজেদ ঢাকা থেকে গ্রেফতার।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ১৯৭৫এর ১৫ আগষ্ট তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান হত্যাকান্ডের অন্যতম অভিযুক্ত আসামী মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন আবদুল মাজেদ(বরখাস্ত) কে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

 অবৈধ হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। 

গতকাল মঙ্গলবার আসামি আবদুল মাজেদকে আদালতে হাজির করা হয়। সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে। পরে ক্যাপ্টেন আবদুল মাজেদকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজধানীর মিরপুর সাড়ে ১১ থেকে গতকাল রাত ৩টার দিকে আবদুল মাজেদকে গ্রেফতার করে পুলিশ। তবে ক্যাপ্টেন মাজেদ কতদিন এখানে ছিলেন কিংবা কিভাবে তাকে গ্রেফতার করা হলো তার বিস্তারিত জানা যায়নি।

শেখ মুজিব হত্যা মামলায় আবদুল মাজেদসহ ১২ আসামিকে ২০০৯ সালে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়।

Share this post

scroll to top
error: Content is protected !!