ভারতে মুসলমান বাদে অন্য ধর্মের শরণার্থীরা সবাই নাগরিকত্ব পাবেঃ বিজেপি প্রধান অমিত শাহ।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  উগ্র হিন্দুত্ববাদি দল ভারতীয় জনতা পার্টি’র (বিজেপি) সভাপতি অমিত শাহ এতদিন বারবার বলে এসেছেন যে, পশ্চিমবঙ্গে নাগরিক তালিকা (এনআরসি) করা হবে। সোমবার এক ধাপ এগিয়ে তিনি বলেছেন, সারা ভারতে নাগরিক তালিকা করা হবে। কলকাতা গিয়ে সে তথ্যই জানিয়েছেন তিনি।

এনআরসি বাস্তবায়ন করার সঙ্গে সঙ্গে নাগরিকত্ব আইন সংশোধনের কথাও বলেছেন তিনি।

অমিত শাহ বলেন, বাংলাদেশ থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান শরণার্থীদের নাগরিকত্ব দিতেও ভারতীয় জনতা পার্টি প্রতিজ্ঞাবদ্ধ।

সোমবার নিউটাউনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষ নজরে দেখে বাংলাকে। নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত করা হবে এবং দেশজুড়ে এনআরসি নীতি প্রয়োগ করা হবে। যেন কোনোভাবেই অনুপ্রবেশ না ঘটে এবং উদ্বাস্তুরা স্বস্তিতে বসবাস করতে পারেন। বিজেপি বাংলায় অনুপ্রবেশ ঠেকাবে বলেও মন্তব্য করেন তিনি।

Share this post

scroll to top