DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

ভিজিএফের চাল কম দেয়ায় দিনাজপুরে পৌর মেয়র গ্রেফতার

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের বরাদ্দকৃত চাল ওজনে কম দেয়ায় দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার বেলা সাড়ে ১১টায় দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দান থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তিনি ঈদের জামায়াতের জন্য মাঠ পরিচর্যার পরিদর্শন করছিলেন।

পুলিশ জানায়, গরিব, দুস্থ ও অসহায় মানুষের জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত চাল ওজনে কম দেয়া হচ্ছিল। জনপ্রতি ২০ কেজি করে চাল দেয়ার কথা থাকলেও দেয়া হয়েছে ১৮.৪০ কেজি করে। এই অভিযোগে শনিবার গুদাম রক্ষক ও বিতরণকারী মজিবর রহমান বাচ্চুকে গ্রেফতার করা হয়।

শনিবার রাতে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা আলতাফ হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমানকে আসামি করা হয়। পরে আজ মেয়রকে গ্রেফতার করা হয়।

কোতয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারের পর মেয়রকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

Share this post

scroll to top
error: Content is protected !!