প্রধান বিচারপতির পেছনে কারা কারা আছে, আমরা তা জানি: অবৈধ পূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  সংবিধানের যে কোনো সংশোধনী পাস করতে সংসদের কাছে আসতেই হবে বলে মন্তব্য করেছেন অবৈধ হাসিনা সরকারের গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

বুধবার দুপুরে যুবলীগের একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মোশাররফ বলেন, জিয়াউর রহমানের আমল থেকেই বাংলাদেশের বিরদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্র এখনো চলছে। কিন্তু, এটা পাকিস্তান নয় বাংলাদেশ। সংশোধনী পাস করতে সংসদে আসতেই হবে।

তিনি আরও বলেন এসব কাজে প্রধান বিচারপতি সিনহার পেছনে কারা কারা আছে তা আমরা ভালো করেই জানি।

Share this post

scroll to top