DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

গুলশান হামলার অস্ত্রের যোগানদাতা সনাক্তঃ ডিএমপি মুখপাত্র মনিরুল ইসলাম

monirul copy

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ তদন্ত সংস্থার সঙ্গে কথা না বলে গুলশান হামলার বিষয়ে ‘কথিত অনুসন্ধানী প্রতিবেদন’ প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এবং ডিএমপির মূখপাত্র মনিরুল ইসলাম ।

এ ধরনের প্রতিবেদনে চরম ভুল বোঝাবুঝি সৃষ্টির সুযোগ সৃষ্টি হতে পারে বলে তিনি মত দিয়েছেন।

আজ মহানগর পুলিশের গণমাধ্যম কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মনিরুল ইসলাম এ কথা বলেন।

তিনি বলেন, এতে তদন্তকারী কর্মকর্তা স্বাধীন তদন্ত কাজে চাপ অনুভব করতে পারেন। ফলে তদন্ত বিঘ্নিত হতে পারে।

সংস্থাটির  পক্ষ থেকে তিনি অনুরোধ করেছেন, তদন্তকারী কর্মকর্তা অথবা তদন্ত সংস্থার সঙ্গে আলোচনা না করে এই ধরনের কথিত অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ থেকে বিরত থাকবেন। তাদের শুভবুদ্ধির উদয় হোক, এটা আমরা আশা করব।

তিনি এক প্রশ্নের জবাবে বলেন, হাসনাত করিম ও তাহমিদকে পুলিশ ৫৪ ধারায় গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। হলি আর্টিজানের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার গ্রেপ্তার করা হয়নি। তবে এই হামলায় অস্ত্রের যোগানদাতা প্রাথমিক ভাবে সনাক্ত হয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, হলি আর্টিজানে হাসনাত ও অস্ত্র হাতে নিয়ে তাহমিদের ছবি প্রকাশিত হয়েছে গণমাধ্যমে।

এ বিষয়ে মনিরুল ইসলাম বলেন, তারা রিমান্ডে আছে, জিজ্ঞাসাবাদ শেষে আপনাদের স্পষ্টভাবে এই বিষয়গুলো জানাবো। কী পরিস্থিতিতে তাদের হাতে অস্ত্র উঠল… এগুলো জানার জন্যই জিজ্ঞাসাবাদ করা। তদন্ত সংস্থার কাছে তাদের এ মামলায় জড়িত বলে মনে হলে তাদের এ মামলায়ও গ্রেপ্তার দেখানো হবে, জানান এই পুলিশ কর্মকর্তা।

Share this post

scroll to top
error: Content is protected !!