DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

ছাত্রলীগ-যুবলীগকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়ঃসুরন্জিত সেন গুপ্ত

image_97420_0আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, ছাত্রলীগ, যুবলীগ, মহিলালীগকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। দল সকলের জন্য, কিছু কিছু মানুষের জন্য নয়। দল স্থবির হলে দল হলে সরকার ভেঙ্গে যায়।



বুধবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।



তৃণমূল কর্মীদের সংগঠিত হয়ে করে উন্নয়ন বিমুখ শক্তিকে প্রতিহত করতে হবে উল্লেখ করে সুরঞ্জিত সেন বলেন, ‘ছাত্রলীগ, যুবলীগ, মহিলালীগকে স্থবির করে রাখলে চলবে না। এরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে। এদেরকে উন্নয়নের ধারায় নিয়ে আসতে হবে।’



তিনি বলেন, ‘আজকে অনুষ্ঠানে কার বক্তব্য রাখার কথা, আর কে বক্তব্য রাখে। এ অনুষ্ঠানে বক্তব্য রাখার কথা ছিল তরুণ প্রজন্মের নেতা সজীব ওয়াজেদ জয়ের। কিন্তু তার অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি।’



অনুষ্ঠানে নগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘জনগণকে সঙ্গে করে আন্দোলন করার ক্ষমতা নেই বিএনপির। তারা আজকে বলছে, ঈদের পরে আন্দোলন করবে, আর কয়দিন পরে বলবে, আরো একটু পরে, মূলত তাদের আন্দোলন করার কোনো ক্ষমতা নেই।’



তিনি বলেন, ‘আওয়ামী লীগ কোন হুমকি-ধামকিকে ভয় পায় না। আগামী নির্বাচন হবে ২০১৯ সালে, এর আগে কোনো নির্বাচন হবে না।’



এর আগে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এবং সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা এবং শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তিনি অসুস্থতার কারণে অনুষ্ঠানে যোগ দিতে পারেন নাই।’



সভাপতিমণ্ডলীর সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুল মান্নান, প্রচার প্রকাশনা সহ-সম্পাদক অসীম কুমার উকিল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদিউজ্জামনা ডাবলু, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, মশিউর রহমান, কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দী, এসএম কামাল, খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ।

Share this post

scroll to top
error: Content is protected !!