ছাত্র লীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম গুলিবিদ্ধ, ঢামেকে ভর্তি

Anam_ ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীমকে গুলি করেছে দুবৃত্তরা। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সকাল ১০টার দিকে ধানমন্ডিতে নিজ বাসার সামনে গুলিবিদ্ধ হন শামীম।

আওয়ামী লীগের একাধিক সূত্র দৈনিক প্রথম বাংলাদেশকে বিষয়টি  নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার সকালে ১১টার দিকে তাকে ঢামেকে নেয়া হয়। সেখানে উপস্থিত রয়েছেন আওয়ামী লিগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ দলের একাধিক নেতা।

Share this post

scroll to top