DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

কনের সাজে উচ্ছ্বসিত ক্যাটরিনা

image_86578_0নিজের বিয়ে নিয়ে মুখ না খুললেও ক্যাটরিনা কাইফের মন যে কি চায় তা বোঝা গেলো তার কনে সাজার পর। প্রদেশের কনের সাজে সেজেছেন তিনি। তবে বাস্তবে নয় স্লাইসের নতুন বিজ্ঞাপনে। আর তাতেই প্রচণ্ড উচ্ছ্বসিত ক্যাট। তবে সব থেকে মনে ধরেছে লক্ষ্ণৌর কনের সাজ।

ক্যাটরিনা এ প্রসঙ্গে বলেন, ‘এতরকম কনের সাজ সত্যিই অসাধারণ। ভারতীয় সংস্কৃতি সত্যিই খুব গভীর। প্রতিটা প্রদেশই আলাদা। তবে আমার সব থেকে পছন্দ লক্ষ্ণৌর সাজ।’

লক্ষ্ণৌর সাজের জন্য ক্যাটরিনা পরেছেন সবুজ ও গোলাপি রঙের ওপর ক্রিস্টালের কাজ করা লক্ষ্ণৌ ঘরানার শাড়ি। সঙ্গে সোনালির কাজ। দক্ষিণী কনের সাজে ক্যাট পরেছেন ট্র্যাডিশনাল কাঞ্জিভরমের সঙ্গে টেম্পল জুয়েলারি। গুজরাতি সাজে বিভিন্ন রঙের লেয়ারড স্কার্ট ও সোয়ারভস্কি ক্রিস্টাল।

বিজ্ঞাপনটিতে ক্যাটরিনার সাজ পরিকল্পনা করেছেন অনিতা শ্রফ আদজানিয়া।

Share this post

scroll to top
error: Content is protected !!